Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
 #  পুষ্টি উন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে : আল-আমিন চৌধুরী #  অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত #  ৭ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী #  বিটিআরসি-অপারেটর দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি আর্থিক ক্ষতিতে কোম্পানিগুলো #  রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ ৫২,৬১২ কোটি টাকা #  সংসদে রাঙাকে তুলাধুনা, বহিস্কারের দাবি #  ট্রেন দুর্ঘটনায় বানিয়াচঙ্গের ২জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এমপি মজিদ খান #  অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশে ইউএনও- মামুন খন্দকার #  ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৭ ॥ আহত ১৯ #  আগামী সপ্তাহে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হতে পারে ঐক্যফ্রন্ট নেতাদের

থেমে থেমে হতে পারে বৃষ্টি, উপকূলে সতর্কতা

960938f420cdebe1254ccaf29e64c149-5975d1b06e1d5

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি একই এলাকায় আছে। আর এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সবখানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। লঘুচাপের কারণে চট্টগ্রাম, পায়রা, মোংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলেছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার কথা বলা হয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন  বলেন, দেশজুড়েই থেমে থেমে বৃষ্টি হবে। একটানা বৃষ্টি হবে না। আর এ জন্য ফরিদপুরসহ দক্ষিণ অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশজুড়ে মেঘলা আবহাওয়া থাকলেও রাজশাহী, বগুড়া অঞ্চলসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বৃষ্টির কারণে এ তাপপ্রবাহ কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Print Friendly, PDF & Email