Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
 #  বিশেষ সুবিধায় খেলাপি ঋণ নবায়ন আবেদনের সময় বাড়ছে #  অনুমতি না পাওয়ায় ভোলায় আজকের সমাবেশ স্থগিত #  ভোলায় নিহত ৪, পরিস্থিতি এখনো থমথমে #  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন : কঠোর অবস্থানে মন্ত্রণালয় #  ভোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন ও পুলিশের বক্তব্য #  ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনে কেন যেতেন জি কে শামীম #  পদ হারালেন ওমর ফারুক #  ডিআইজি প্রিজন বজলুর রশীদ কারাগারে #  গণভবনে প্রবেশের সুযোগ পাননি যুবলীগের শীর্ষ ৪ নেতা #  ভাঙ্গা ঘরে চাদের আলো মাহেন্দ্র চালকের মেয়ে ‘কনা’ পেয়েছেন মেডিকেলে ভর্তির সুযোগ

বনার্ঢ্য আয়োজনে আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্ট শুরু

baniachong pic 19

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, বানিয়াচংকে মাদকসহ সামাজিক ব্যাধি মুক্তকরণে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বানিয়াচংয়ে মাদক বিরোধী এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৫সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বানিয়াচং শেখ রাসেল মিনি সেটডিয়াম (এড়ালিয়া) মাঠে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন। প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান আরো বলেন, আজকের এই ফুটবল খেলা শুধু একটি খেলা নয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাদক বাল্যবিবাহ, জঙ্গিবাদসহ সামাজিক অপরাধগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। এর কারণে পরিবার থেকে শুরু করে গোটা সমাজ ব্যবস্থা আজ হুমকির মুখে। এর ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে একমাত্র ক্রীড়াই অগ্রণী ভূমিকা রাখতে পারে। এই খেলা অব্যাহত রাখতে আয়োজকদের সকল প্রকার সহযোগিতা করার ঘোষণা দেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ মামুন খন্দকার এর সভাপতিত্বে ও খেলার আহ্বায়ক এনামুল হোসেন খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি রাশেদ মোবারক আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, হাবিবুর রহমান, রেখাছ মিয়া, আব্দুল কদ্দূছ শামীম, ফজলুর রহমান খান, আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির তুফানি, উপজেলা যুবলীগের সহ সভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ । উদ্বোধনী খেলায় কে,বি,এস স্পোটিং ক্লাবকে ১-০গোলে হারিয়েছে রোজেস এলিভেন ক্লাব।

Print Friendly, PDF & Email