নাটোরে আজ ৩০ জন করোনায় আক্রান্ত
সুলতানুল আরিফিন কাজল,নাটোর : নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন সিংড়া উপজেলার বাসিন্দা। এছাড়া সদর উপজেলায় ৫ জন, বড়াইগ্রামে ৯ জন, বাগাতিপাড়ায় ২ জন, ও গুরুদাসপুরে ১ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৩ জন করোনা রোগী সনাক্ত হলো।আজ সোমবার (১৮ মে) রাত ৮টায় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আনুষ্ঠানিকভাবে আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদেরকে ইমেইলে জানানো হয়েছে। নাটোর জেলার ৪শ’ নমুনা পরিক্ষার জন্য পক্রিয়াধীন ছিলো। এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০টি পজিটিভ এসেছে।