লালপুরে ভিপি আরিফের ৫’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সুলতানুল আরিফিন কাজল,নাটোরঃনাটোরের লালপুরে ১৯শে মে মঙ্গলবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ কামরুন নাহার শিরিন এর পরামর্শে করোনা ভাইরাস মহামারিতে, কর্মহীন,দুস্থ, গরীব অসহায় ৫০০ পরিবারকে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।
লালপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ এর সভাপতিত্বে ও তার নিজেস্ব অর্থায়নে চংধুপইল ইউনিয়নের ৫’শ পরিবারের মধ্যে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।