বরগুনায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবীতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি : বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব, আইসিইউ ওয়ার্ড, হাই ফ্লো নাজাল কেনুলা মেশিন স্থাপনের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে দেড়ঘন্টাব্যাপী বরগুনা পাবলিক পলিসি ফোরাম আয়োজিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ও ফোরামের আহবায়ক মো. হাসানুর রহমান ঝন্টু। বক্তব্য রাখেন জেলা এনজিও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, শ্রমিক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাবেক পৌরমেয়র মুক্তিযোদ্ধা অ্যাড. মো. শাহজাহান মিয়া,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুবুল বারী আসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, সাংবাদিক মনির হোসেন কামাল, এ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল (পিপি), এ্যাড. নাজমুল আহসান প্রমূখ।
সমাবেশে বক্তারা মাননী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,কোন মাধ্যম ছাড়াই প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ শয্যার হাসপাতাল দিয়েছেন। এ জেলার ১২ লাখ মানুষের পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে করোনা শনাক্ত করার ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের দাবী জানান তারা।
একই সাথে সমাবেশে এ হাসপাতালে হাই ফ্লো নাজাল কেনুলা মেশিন, আইসিইউ স্থাপনের দাবী জানানো হয়। সমাবেশ শেষে করোনা শনাক্ত ল্যাবরেটরি স্থাপনের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।