শাল্লায় সরকারি কর্মচারী, দলিল লিখকসহ ৫জন করোনায় আক্রান্ত
শাল্লা প্রতিনিধি : শাল্লায় ১৮ জুন নতুন করে আরো পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে দুই জন উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী, একজন সমবায় অফিসের কর্মচারী, একজন ঠিকাদার এবং একজন দলিল লিখক বলে জানা গেছে।
জানা যায়, গত ১৭ জুন শাল্লা থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরিক্ষা ল্যাবে নমুনা পাঠানো হয়। সেখান থেকে এই পাঁচ জনের করোনা শনাক্ত হয়।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত শাল্লা উপজেলায় মোট ৩০জনের শরীরে করোনা সনাক্ত হয়। এদের মধ্যে ১১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৯জন নিজ বাড়ি এবং হাসপাতালের আইসোলেশনে আছেন।