বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের খুটির কারনে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী
জহিরুল ইসলাম নাসিম,বানিয়াচং(হবিগঞ্জ) ॥ বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের খুটির কারনে প্রতিনিয়িত দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। উপজেলা সদরের আদর্শবাজার প্রবেশ মুখে সড়কের মধ্যখানে পল্লীবিদ্যুতের টানা দেওয়া খুটির কারনে এলাকাবাসীসহ বাজারে পণ্য নিয়ে আসা মালামালবাহী ও যাত্রীবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গুরুত্বপূর্ণ এই পয়েন্ট পার হয়েই স্কুল,কলেজ,ও মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা চলাচল করে। বারবার তাগিদ দেওয়া সত্বেও গুরুত্বপূর্ণ সড়কের মধ্যভাগ থেকে পল্লীবিদ্যুতের টানার খুটিগুলো সড়ানো হয়নি। দীঘদিন যাবত বাজার কমিটি থেকে লিখিত আবেদন দেওয়া হলেও খুটিগুলো না সড়ানোর ফলে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কষ্ট লাগবে অতি দ্রুত জনপ্রতিনিধি ও উর্ধতন কর্তৃপক্ষের এই সমস্যা লাগবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জোর দাবী বাজারবাসী তথা এলাকাবাসীর।
আদর্শবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক সেরুজ্জামান খান বাচ্চু জানান,মাননীয় এমপি মহোদয়ের সুপারিশ নিয়ে শায়েস্তাগঞ্জ জোনাল অফিসের মাধ্যমে প্রায় ৬ মাস পূর্বে খুটি উত্তোলনের অনুমোদন করানোর পরও অধ্যাবধি তা উত্তোলন করা হয়নি। যোগাযোগ করলেই বানিয়াচং জোনাল অফিস থেকে জানানো হয় হয়ে যাবে।